মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:১০ পূর্বাহ্ন

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গীতশিক্ষায় সামিটের সহায়তা অব্যাহত

ডেইলী বেঙ্গল গেজেট রিপোর্ট
  • প্রকাশের সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ৪:৪৫ pm

সুবিধাবঞ্চিত শিশুদের সংস্কৃতি পরিচিতির মাধ্যমে জীবনে সঠিক পথ প্রদর্শনের জন্য সুরের ধারার মিউজিক ফর ডেভেলপমেন্ট (এমএফডি) প্রোগ্রামে সামিট আর্থিকভাবে সহায়তা অব্যাহত রাখবে। এই লক্ষ্যে সম্প্রতি ঢাকার সামিট সেন্টারে অনুদান চুক্তি স্বাক্ষর করেন সামিট পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোজাম্মেল হোসেন ও সুরের ধারার চেয়ারপারসন ও স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা।

সামিট গ্রুপের পরিচালক ও সিএসআর কমিটির সদস্য আজিজা আজিজ খান (এসিসিএ) বলেন, “সামিট গভীরভাবে বিশ্বাস করে, সর্বস্তরের শিশুদের সংস্কৃতিচর্চার মাধ্যমে সামাজিক সম্প্রীতি বাড়বে। এমএফডির সকল মেধাবী শিক্ষক, স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের আমি অভিনন্দন জানাই, তাঁদের এই প্রচেষ্টার জন্য।”

সামিট এক যুগেরও বেশি সময় ধরে সুরের ধারার মিউজিক ফর ডেভেলপমেন্ট (এমএফডি) প্রোগ্রামে সহায়তা করে আসছে। এমএফডির আওতায় সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গীতচর্চার পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষাও দেওয়া হয়। সামিটের সহায়তায় এই প্রতিষ্ঠানের প্রাক্তন-শিক্ষার্থীদের মধ্যে অনেকে বর্তমানে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, অন্যদিকে অনেকে ইতিমধ্যে সফলভাবে স্নাতক সম্পন্ন করেছেন।

উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে এমএফডি স্বেচ্ছাসেবক কোষাধক্ষ্য ড. তীব্র আলী, সামিটের পক্ষ থেকে সেলিম খান, চিফ অব লিগ্যাল কাউন্সিল কারিশমা জাহান, সিনিয়র জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার একেএম আসাদুল আলম সিদ্দিকী, সিনিয়র জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) কর্নেল জাওয়াদুল ইসলাম (অবঃ) এবং ডেপুটি জেনারেল ম্যানেজার -চেয়ারম্যান’স অফিস লেঃ কর্নেল আবুল কালাম আজাদ (অবঃ) চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরো

© All rights reserved © 2023-2024 dailybengalgazette

Developer Design Host BD